বড় ভাইয়ের অস্ত্রাঘাতে আহত ছোট ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ মে ২০২৪



টাকা পয়সা লেনদেনের জের ধরে সহোদর বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আহত ছোট ভাই ঘটনার তিন দিনের মাথায় মারা গেছেন। সোমবার (৬ এপ্রিল) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয় । ওই ব্যক্তির নাম আজিবার  রহমান।‌ তিনি সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

শুক্রবার (৩মে) রাতে বলাডাঙ্গা গ্রামে তার বাড়িতে অস্ত্রাঘাতের ঘটনাটি ঘটে।

আজিবার রহমানের মেঝ ভাই রস্তম আলী জানান, তার বড় ভাই  আফসার আলী ও ছোট ভাই আজিবর রহমান যৌথভাবে গরুর মাংসের ব্যবসা করতেন । শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাদের ব্যবসার টাকা নিয়ে প্রথমে  কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে  আফসার আলী ঘর থেকে দেশীয় অস্ত্র দিয়ে আজিবর রহমানকে এলোপাতাড়ি কোপায় । 

গুরুত্বর আহত আজিবর রহমানকে সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।  পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোর রাতে সেখানে তিনি মারা যান ।

 সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় আফসার আলী নামে একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলেছে বলে জানান।


বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে



মন্তব্য
জেলার খবর