নাটোরের গুরুদাসপুরের মশিন্দা এলাকায় মাটিবাহী ট্রাক্টর চাপায় বাদল হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (৬ মে) সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটে।
বাদল পার্শ্ববর্তী সিংড়া পৌর শহরের ব্রীজ পাড়া মহল্লার গোলবার প্রামানিকের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মশিন্দা চরপাড়া এলাকার পুর্ব টেওশাগাড়ী মাঠে পুকুর খনন চলছে। সেই মাটি ট্রাক্টরে স্থানীয় একটি ভাটায় নেওয়া হচ্ছে। বাদল একটি ট্রাকরে চালক ছিলেন।
ঘটনার দিন সন্ধ্যার দিকে খননযন্ত্রের মাধ্যমে বাদলের ট্রাক্টরে মাটি বোঝাই করার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মাটিবাহী ট্রাক্টর ধাক্কা দেয় । এতে বাদল ছিটকে পড়লে সেই ট্রাক্টরটিই বাদলকে পিষ্ট করে চলে যায়। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান বাদল।
গুরুদাসপুর অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল হোসেন বলেন, বাদলকে চাপা দেওয়া ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। লাশটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে