মন্তব্য
জমকালো মহরতে গেল ৫ মার্চ থেকে পাবনার রত্নদ্বীপ রিসোর্টে শুরু হয় শাকিব খানের নতুন সিনেমা ‘অন্তরাত্মা’র শুটিং। চলছে এখনো। শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত, সায়ন্তিকার পর কলকাতার নায়িকা দর্শনা বণিককে নিয়ে এ ছবিতে হাজির হবেন তিনি।
আসছে ঈদুল ফিতরে সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অন্তরাত্মা’। ‘অন্তরাত্মা’ সিনেমাটির দুটি পর্ব নির্মিত হবে। ‘অন্তরাত্মা ২’ নামে দ্বিতীয় পর্বটি মুক্তি পাবে ঈদুল আযহা; কোরবানি ঈদে। একই প্রযোজক ও পরিচালকের সঙ্গে দ্বিতীয় কিস্তিতেও নায়ক শাকিব খান থাকছেন।