শাকিবকে এমন বিধ্বংসী রূপে পূর্বে দেখা যায়নি !

নিজস্ব প্রতিবেদক
০৮ মে ২০২৪

 

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীততুফানসিনেমার টিজার প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ মিনিট ২১ সেকেন্ড ব্যাপ্তির এ টিজার দেখে অনেকেই মন্তব্য করেছেন শাকিবকে এমন বিধ্বংসী রূপে পূর্বে আর দেখা যায়নি।

সামনে ঈদুল আজহায় এ সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। গেল মঙ্গলবার বিকালে শাকিব খানের সামাজিক যোগাযোগ মাধ্যমেতুফানসিনেমার টিজার প্রকাশ করা হয়েছে। টিজার দেখে ভক্তরা বলছেন, টিজারেই যেন ঝড় তুলেছেন ঢালিউড কিং খান।

 

টিজারের শুরুতে শাকিবকে অস্ত্র হাতে দেখা গেছে। ভিডিওজুড়েই তার দাপট নজরকাড়ার মতো। অস্ত্র হাতে সব কিছু তছনছ করতে দেখা যায় তাকে। টিজারের শেষে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীরকে। অট্টহাসি দিয়ে তাকে বলতে শোনা যায়, ‘তুফান, খুব ভয় পাইছি রে হেহেহেহে....’ এরপরেই আরও একবার বিধ্বংসী রূপে দেখা যায় শাকিবকে।

 

দুই বাংলার যৌথ প্রযোজনায়তুফানসিনেমাটি তৈরি করছেন আলোচিত নির্মাতা রায়হান রাফী। এ সিনেমায় নায়ক শাকিব খানের বিপরীতে মিমি চক্রবর্তী মাসুমা রহমান নাবিলাকে দেখা যাবে। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীসহ আরও অনেক তারকা অভিনেতা।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর