আটঘরিয়ায় একরাতে ১৫ গরু চুরি

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
০৮ মে ২০২৪

পাবনার আটঘরিয়া উপজেলার হায়দারপুর গ্রামে এক রাতে চার বাড়ি থেকে সব মিলে ১৫টি গরু চুরি হয়েছে। গোয়াল ঘরের বেড়া তালা ভেঙে এসব গরু চুরি করা হয়। এদিকে এ ঘটনায় উপজেলায় যাদের গরু আছে, তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গবাদিপশুর নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তারা।

ভুক্তভোগী চার বাড়ির গৃহকর্তা জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়েন তারা। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন- গোয়াল ঘর থেকে গরু চুরি হয়েছে।  সবগুলো গরুর আনুমানিক মুল্য ২৫ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তারা।

ভুক্তভোগীরা হলেন- হায়দার পুর গ্রামের রমজান আলী মৃর্ধা (৫টি গরু চুরি), আমজাদ হোসেন রাজু ( টি গরু), আব্দুল আজিজ (২টি গরু) এবং আব্দুল হাই টুনু শেখ ( টি গরু) ।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে বেলদহ জাপান বাড়ী হাদিম মাস্টারের বাড়ি থেকে ১০ টি গরু চুরি হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর