৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গোপনে জাল ভোট দেওয়ার সময় জামাল হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৮ মে) দুপুরে দক্ষিণ বংশীপুর ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়। জামাল হোসেন একই এলাকার আনছার ঢালীর ছেলে।
জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বাংলার ঘোড়া প্রতীকে ওই যুবক ভোট দেওয়ার সময় প্রিজাডিং অফিসারের সন্দেহ হয়। এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন জাল ভোট দেওয়ার বিষয়টি স্বীকার করেন ওই যুবক।
বংশিপুর ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার রঞ্জন বৈদ্য জানান, জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন কবীর জানান, এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে