দেশে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৫৫৪ জনের। একই সময়ে মারা গেছেন করোনা আক্রান্ত ১৮ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৮৩৫ জন। মঙ্গলবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৭৭ হাজার ২৪১ জনের। এর মধ্যে মারা গেছেন আট হাজার ৭৩৮ জন। সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৫ হাজার ৯৯৪ জন। এখন পর্যন্ত ৪৪ লাখ ৬০ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা হয়েছে। ১২ দশমিক ৯৪ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয় ২৬ হাজার ৩৫৭টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ৯৫৪টি। ১৩ দশমিক ৬৯ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।মারা যাওয়াদের মধ্যে ১২ জন পুরুষ, বাকিরা নারী। এর মধ্যে বিভাগভিত্তিক ঢাকায় ১৪ জন, চট্টগ্রামের তিন জন এবং রংপুরের একজন। হাসপাতালে ১৭ জন এবং বাড়িতে একজন মারা গেছেন।
এমকে