মন্তব্য
শেরপুরে কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতায় এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষার্থী হিসেবে জেলার সেরা নির্বাচিত হয়েছে নকলার দশম শ্রেণির শিক্ষার্থী নুসরত। এ নিয়ে তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতায় সেরা হওয়ার গৌরব অর্জন করেছে সে।
নুসরত নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের আড়িয়াকান্দা এলাকার নজরুল ইসলাম ও মোছা. লিপি বেগমের মেয়ে। উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী সে।
২০২২ সালে অষ্টম শ্রেণিতে থাকাকালে প্রথমবারের মতো জেলায় কেরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নির্বাচিত হয় সে। এর পরের বছর দ্বিতীয়বারের মতো কেরাত প্রতিযোগিতায় জেলায় সেরা নির্বাচিত হয়।
নুসরতের বাবা-মা, শিক্ষক ও পরিবারের লোকজন তার উজ্জল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
বিডি২৪অনলাইন/রেজাউল হাসান/সি/এমকে