নীলফামারীতে ডোমার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গণনাকালে নির্বাচনী কন্ট্রোলরুমে তান্ডব চালানো হয়েছে। হামলাকারীরা কন্ট্রোলরুমের দরজা, চেয়ার, টেবিল ও কম্পিউটার ভাংচুর করেছে। বুধবার (০৮ মার্চ) রাত সড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহমেদের সমর্থকেরা এ হামলা চালায়। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
তোফায়েল আহমেদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আনারস প্রতিক নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন আলী বলেন, এ ঘটনায় পুলিশসহ কয়েকজন আহত হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বলেন, তদন্তের মাধ্যমে দোষীদের আইন আওতায় আনা হবে।
এদিকে উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক হলে ভোটের ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার নূর-ই- আলম। ফলাফলে টেলিফোন প্রতিকে ৩১ হাজার ৪২১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সরকার ফারহানা আক্তার (সুমি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তোফায়েল আহমেদ পেয়েছেন ২৩ হাজার ১৩৪ ভোট।
বিডি২৪অনলাইন/রাশেদুল ইসলাম/সি/এমকে