ভিন্নধর্মী গল্পের ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’

নিজস্ব প্রতিবেদক
০৯ মে ২০২৪

ভিন্নধর্মী গল্প নিয়ে পরিচালক সেলিম রেজা নির্মাণ করছেন ওয়েব সিরিজব্যাড গার্লস’। আগামী সপ্তাহে এ সিরিজের শুটিং শুরু হচ্ছে। এতে অভিনয় করবেন দেশের একঝাঁক তারকা অভিনেতা ও অভিনেত্রী।

জনপ্রিয় গীতিকার লেখক অনুরূপ আইচের কাহিনি, সংলাপ চিত্রনাট্যে ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন ইমরান সরকার। সিনেটেক ওটিটি প্ল্যাটফর্ম সিনেটেক ইউটিউবের জন্য বানানো হচ্ছে 'ব্যাড গার্লস'

গণমাধ্যমের খবর অনুযায়ী, ওয়েব সিরিজে দেখানো হবে- মেয়েরা খারাপ পথে যায় কেন। একটা মেয়ে কেন খারাপ পথে যেতে বাধ্য হয়, তাকে বাধ্য করে  কে বা কারা প্রায় সব সেক্টরে মেয়েদেরকে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। কেউ জীবন বাঁচাতে কিংবা কেউ জীবন সাজাতে আলো অন্ধকারের নানা গলিতে ঢুকে যায়। ব্যাড গার্লস নিয়ে দর্শক আলোচনা সমালোচনায় মুখরিত থাকবে বলে আশা করছেন ওয়েব সিরিজ সংশ্লিষ্টরা।

ব্যাড গার্লস অভিনয় করবেন- শিরিন শিলা, নিঝুম রুবিনা, তানিন সুবাহ, আমান রেজা, সাইফ খান,  শিবা সানু, ডন, তানিন সুবহা, রুভেন, শিমুল, আলিফ, এস কে তৃষ্ণা, পিয়া অনন্যা, শান্তা ইসলাম, ঋতু দত্ত, ইলা আহমেদ, ইসরাত জাহান, সোনিয়া আক্তার, তানিয়া আক্তার হৃদি, ইরানি প্রমখ।।

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর