শেয়ার বাজারে সরকারি প্রতিষ্ঠান আনার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
০৯ মে ২০২৪

দরপতনের বেড়াজাল থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। এদিকে সরকারি প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে শেয়ার বাজারে নিয়ে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাতক সিমেন্ট কারখানাসহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে অন্তর্ভুক্তি করা যায় কিনা, সে বিষয়ে অর্থ বিভাগকে ব্যবস্থা নিতে বলেছেন তিনি।

 

বৃহস্পতিবার ( মে) ঢাকার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ  সভা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে আনার  বিষয়টি জানান পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার।

 

সভায় আগামীতে কোনো প্রকল্পে নিজের নাম না দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। এ ছাড়া আগামীতে যে কোনো ব্রিজ নির্মাণে নদীর পানি প্রবাহ যাতে নষ্ট না হয় এবং ব্রিজের উচ্চতা যাতে ঠিক রাখা হয়- সে বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর