সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাড়ির পাশে খালে মাছ ধরার সময় বজ্রপাতে শিমুল হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিমুল হোসেন একই এলাকার এশার আলী কাগুজির ছেলে ও রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, দুপুর ১ টার দিকে শিমুল হোসেন বাড়ির পাশের খালে মাছ ধরতে যায়। এর কিছুক্ষণ পর ঝড়বৃষ্টি শুরু হয়। ঝড়বৃষ্টির মাঝে বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এদিকে শিমুল হোসেনকে বাড়িতে ফিরতে দেরি দেখে তার মা শিরীনা বেগম খালের দিকে যায়। সেখানে তিনি ছেলেকে খাল পড়ে থাকতে দেখেন। সেখান থেকে শিমুলকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বজ্রপাতে মাদ্রাসাছাত্রের বিষয়টি নিশ্চিত করেন।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে