সিকেন্দার সিনেমায় সালমানের সঙ্গে দেখা যাবে রাশমিকাকে

নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৪

সামনের বছর ঈদে সিকান্দারনিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এ সিনেমার নায়িকা হিসেবে দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানার নাম ঘোষণা করেছে। সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো সালমানের বিপরীতে কাজ করার সুযোগ পেয়েছেন রাশমিকা।

সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আর সেই পোস্টটি শেয়ার করেছেন রাশমিকা। সিনেমাটির অংশ হতে পেরে নিজেকে কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছেন তিনি।

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সালমানের দীর্ঘদিনের বন্ধু। তারজুড়ওয়া’, ‘হার দিল জো পেয়ার করেগা’, ‘মুঝসে শাদি করোগি’, ‘জানেমানকিক’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন সালমান।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর