মন্তব্য
আসছে বলিউড অভিনেত্রী রানি মুখার্জির নতুন ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'।
একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে নতুন এই ছবি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন রানি।
রানির নতুন ছবিটি পরিচালনা করছেন অসীমা ছিব্বর। রানি ছাড়া ছবিতে দেখা যাবে নিখিল আদভানি, মধু ভোজওয়ানি, ও মনীষা আদভানিকে।