রাজধানী ঢাকার মোহাম্মদপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শনিবার (১১ মে) দুপুর আড়াইটায় গজনবী রোডে এ সমাবেশ হবে।
১৮ শর্ত বেঁধে দিয়ে এ সমাবেশ করতে ইতোমধ্যে দলটিকে অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগে এ সমাবেশের আয়োজন করেছে।
শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-অনুমোদিত স্থানেই শান্তি ও উন্নয়ন সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে। নিরাপত্তায় জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োগ করতে হবে। সমাবেশস্থলে নিজস্ব ব্যবস্থাপনায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখতে হবে। শব্দ দূষণ প্রতিরোধে সীমিত আকারে মাইক ব্যবহার করতে হবে। ধর্মীয় অনুভূতির ওপর আঘাত আনতে পারে এমন কোনো বিষয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য দেওয়া বা প্রচার করা যাবে না। কোনো অবস্থাতেই মূল সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ ও বক্তব্য দেওয়া যাবে না। উষ্মনীমূলক কোনো বক্তব্য দেওয়া বা প্রচারপত্র বিলি করা যাবে না। আইনশৃঙ্গলা পরিপন্থি ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কার্যকলাপ করা যাবে না।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে