ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৯ জানুয়ারি) দর কমেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের। তবে উত্থান দেখা গেছে সূচকের, আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ২২ কোটি ৬৯ লাখ টাকা। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার ও ইউনিটদরের সঙ্গে সূচকের উত্থান হলেও লেনদেন কমেছে।
ডিএসইতে শেয়ার লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৭০টির, বেড়েছে ১৬৯টির এবং বাকি ৪০টির অপরিবর্তিত ছিল। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৩৩ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে সাত হাজার ৮৯ দশমিক ৪৩ পয়েন্টে, ডিএসইএস ২ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৫০৯ দশমিক ১৪ পয়েন্টে ও ডিএস-৩০ সূচক ১৮ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দুই হাজার ৬১৭ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করে।
লেনদেন হয় এক হাজার ৭৩৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৭১২ কোটি ৮৭ লাখ টাকা। বুধবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড- ১৭৭ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ৯ দশমিক ৮৮ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে নাম ওঠে গ্লোবাল হেভী কেমিক্যালস লিমিটেডের।
অন্যদিকে সিএসইতে শেয়ার লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৩১টির এবং ৪২টির অপরিবর্তিত ছিল। দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ৫৫ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৬৪ দশমিক ৫১ পয়েন্টে এবং সিএএসপিআই ৯২ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭৫১ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় ৩৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট, আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯ কোটি ৫০ লাখ টাকা। এ হিসেবে ২০ কোটি টাকা লেনদেন কমেছে।
এমকে