পানির দাম বাড়লে জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে

২৪ মার্চ ২০২১

বিদ্যমান পরিস্থিতিতে ওয়াসার পানির দাম বাড়ানো হলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে। ফলে মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। এমনটাই মনে করছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। মঙ্গলবার (২৩ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

ক্যাব বলছে, করোনার কারণে জনগণ যখন আর্থিক সংকটের সম্মুখীন, তখন আবাসিক গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ এবং বাণিজ্যিক পর্যায়ে ৫ শতাংশ হারে পানির মূল্য বৃদ্ধি সংক্রান্ত  ওয়াসার প্রস্তাব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিদ্যমান করোনা প্রাদুর্ভাবের মধ্যে পানির মূল্য বৃদ্ধির প্রস্তাব অগ্রহণযোগ্য, অমানবিক ও সুবিবেচনাপ্রসূত নয়।

ক্যাব বলছে, বর্তমানে মানুষের আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি, তাই মানুষ দিশেহারা। এমতাবস্থায় ওয়াসার পানির দাম বাড়ানো হলে সাধারণ মানুষের জন্য তা হবে মরার ওপর খাড়ার ঘা। প্রতিবছর ওয়াসার পানির দাম বৃদ্ধি পাচ্ছে। অথচ পানি সরবরাহ সংকটাপন্ন, পানির মান নিয়ে রয়েছে মানুষের দীর্ঘদিনের অভিযোগ। ওয়াসার পানির দাম না বাড়ানোর দাবি জানিয়েছে ক্যাব।

 

এমকে


মন্তব্য
জেলার খবর