নীলফামারীর ডোমারে শাহ কলন্দর (রহ.) নামের এক পীরের মাজারে ওরসের আড়ালে লটারির জমজমাট ব্যবসা চলছে। বিভিন্ন ধরনের পুরস্কার ঘোষণা করে এ লটারি ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে আয়োজকরা।
ওরসে লটারির ব্যবসা চলায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই এ ব্যবসা বন্ধের দাবি জানিয়েছেন।
রেওয়াজ অনুযায়ী, প্রতি বছর বৈশাখ মাসের ২৬ ও ২৭ তারিখে উপজেলার সোনারায় এলাকায় কলন্দর এর মাজারে এ ওরস হয়। এবার দেখা গেছে, ওরস শরীফের খানিকটা ভিতরে ৩০ টাকার বিনিময়ে প্রতিটি লটারি কেনাবেচা হচ্ছে। নানান বয়সী লোকজন লটারি কিনে কুপন ড্রয়ের জন্য অপেক্ষায় আছেন। দর্শনার্থী ও মেলায় আগত দোকানিদের নিরাপত্তায় পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা পাশাপাশি কাজ করলেও লটারি ও জুয়ারিদের দমন করতে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
মাজার কমিটির সভাপতি ও সোনারায় ইউপি চেয়ারম্যান ফিরোজ চৌধুরী বলেন, ইসলাম অনুসারেই এ মেলা পরিচালিত হচ্ছে। মেলায় বিশৃঙ্খল পরিবেশ যেনো তৈরী না হয়, সে জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম জানান, মেলার বিষয়টি তার জানা নেই। অনুমতি ছাড়া লটারি বা মেলা কোনোটিই করার সুযোগ নেই।
বিডি২৪অনলাইন/রাশেদুল ইসলাম/সি/এমকে