সারা দেশে এ মূহুর্তে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন চলছে। কারণ আমরা স্পষ্টভাবে দেখতে ও বুঝতে পারি, ভারত বাংলাদেশের উপর আগ্রাসী ভূমিকায় আছে। আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশকে তারা লুটপাট করছে। আমরা সব ধরনের আগ্রাসনের প্রতিবাদ জানাই। এসব কথা বলেছেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কেন্দ্রীয় সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।
শনিবার (১১ মে) বিকালে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট এলাকায় সীমান্ত হত্যা বন্ধের দাবিতে গণমিছিল বের হওয়ার আগে এসব কথা বলেন। তিনি বলেন,আমরা একমুখী দোষারোপ করতে চাই না। সারা দুনিয়ায় যারা মোড়ল সেজে আছে, আগ্রাসন করছে- সেটা ইসরায়েল হোক আর ভারত হোক, আমরা আমাদের মতো প্রতিবাদ জানিয়ে যাবো।
তিনি বলেন, প্রতিবাদটা স্পষ্ট হতে হবে এবং সঠিকভাবে কথা বলতে হবে। সেটা আগ্রাসী মোড়লদের বিরুদ্ধে হোক আর বাংলার সরকারের বিরুদ্ধে হোক।
রাশেদ প্রধান বলেন, এখন কী ধান কাটার মৌসুম? উপজেলা নির্বাচনে ভোটার কম এসেছে- কৃষক নাকি ধান কাটছে। এ জাতীয় মিথ্যা কথা বলে দেশের মানুষকে অসহায় মনে করবেন না। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানকে বিতারিত করেছে। প্রয়োজন হলে আবারো যুদ্ধ করে ভারতকে বিতারিত করবো।
এদিকে গণমিছিলটি তিরনইহাট থেকে সীমান্ত এলাকা খয়খাট পাড়ার দিকে যাওয়ার চেষ্টা করলে বাংলাবান্ধা ইউনিয়নের ইউপি সদস্যসহ কিছু পাথর শ্রমিক ও পুলিশ বাঁধা দেয়। কর্মসূচিতে জেলা জাগপার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনছার আলী, সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লবসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে