ভালো স্ক্রিপ্ট, ডিরেক্টর পেলে কাজ করবেন মোনালিসা

নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৪

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। জানিয়েছেন, ভালো স্ক্রিপ্ট, ডিরেক্টর পেলে অবশ্যই কিছু কাজ করবেন।

গণমাধ্যমের খবর  অনুযায়ী, সম্প্রতি রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোনালিসা। সেখানে অভিনয়ে ফেরা প্রসঙ্গে মোনালিসা বলেন, আমার যারা ভক্ত আছেন, তারা সব সময় পর্দায় আমাকে দেখতে চান। কারণেই দেশে আসা। ইচ্ছে আছে ভালো স্ক্রিপ্ট, ডিরেক্টর পেলে অবশ্যই কিছু কাজ করবো। ভালো কিছু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ২০১৩ সালে বিয়ের পর স্বামীর সঙ্গে নিউইয়র্কে পাড়ি জমান মোনালিসা। পরে তাদের বিচ্ছেদ হলেও আমেরিকাতেই বেশি সময় কাটাচ্ছেন তিনি। দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে। 

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর