ফিলিস্তিনের রাফা শহরে ইসরায়েলের ‘অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধির’ কারণে গাজায় রাফা ক্রসিং দিয়ে ত্রাণ প্রবেশ নিয়ে ইসরায়েলের সঙ্গে কাজ করবে না মিসর। তাছাড়া গাজায় মানবিক পরিস্থিতির বিপর্যয়ের জন্য শুধুমাত্র ইসরায়েলকেই দায়ী করে মিসর। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আলকাহেরা নিউজ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
খবরে বলা হয়েছে, জিম্মি চুক্তির ক্ষেত্রে মিসর তার কাজ করেছে। তাছাড়া গাজার ফিলিস্তিনিদের প্রতি তাদের যে দায়িত্ব ছিল, সেটাও পূরণ করেছে। সূত্র জেরুজালেম পোস্ট।
গত সপ্তাহে গাজা ও মিসরের সীমান্তবর্তী রাফা ক্রসিং ইসরায়েলি সেনারা দখলে নেওয়ার পর থেকে সীমান্তটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেখান দিয়ে কোনো ত্রাণ আসছে না আর। অথচ এটাই ছিল গাজার দক্ষিণাঞ্চলের মানুষের কাছে ত্রাণ আসার একমাত্র পথ। তাছাড়া উন্নত চিকিৎসার জন্য গাজা থেকে মিসর যাওয়ার একমাত্র পথ ছিল এটা।
এদিকে রাফা ক্রসিং দখলে নেওয়ার পর রাফার মধ্যাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল বাহিনী। আশঙ্কা করা হচ্ছে, সেখানে জোরালো হামলা চালাবে তারা। ইসরায়েলের ধারণা, হামাস যেসব ইসরায়েলিকে জিম্মি করে রেখেছে, তাদের বেশিরভাগে এ রাফাতেই রয়েছে। ওদিকে ইসরায়েলি সেনাদের হামলার কারণে সেখানে জিম্মিদের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করেছেন ভুক্তভোগীদের পরিবার। তাই জিম্মিদের পরিবারের সদস্যরা তেল আবিবে এক সংবাদ সম্মেলনে জিম্মি চুক্তির দাবি জানানোর পাশাপাশি নেতানিয়াহুর সরকারের পতনের ডাক দিয়েছে।
বিডি২৪অনলাইন/আই/এমকে