৮ বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৪

দেশের ৮ বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় দমকা বা ঝোড়া হাওয়া বইতে পারে। রোববার (১২ মে) সকাল টা পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগ ৭টি হচ্ছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্রগ্রাম। এর মধ্যে প্রথম সাত বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে সোমবার সারা দেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে৷  তবে মঙ্গলবার থেকে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর