চামড়া ব্যবসায়ীদের আর্থিক সুবিধা নিশ্চিত করা হবে

নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৪

ঈদুল আজহায় চামড়া ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের প্রয়োজনীয় আর্থিক সুবিধা নিশ্চিত করবে সরকার। ঈদকে ঘিরে আগামী - মাস তারা যেন ব্যবসা করতে পারে, এ জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়া হবে। তাদের সহজ শর্তে ঋণ প্রদানে সুপারিশ করা হবে। চামড়া শিল্পের বিশাল সম্ভাবনা কাজে লাগাতে এসব করা হবে।

রোববার (১২ মে) সাংবাদিকদের বিষয়টি জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ন। শিল্প মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী।

শিল্পমন্ত্রী বলেন, আসন্ন ঈদুল আজহায় চামড়ার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতের জন্য সরকার কাজ করছে। লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের। আগের চেয়ে ট্যানারি শিল্প নগরী অনেক ভালো অবস্থানে রয়েছে বলেও জানান মন্ত্রী।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর