মন্তব্য
সাইড স্ট্রেইন ইনজুরিতে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এ কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলা হয়নি তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকরা তাকে এখন পর্যবেক্ষণে রেখেছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়েন তাকসিন। ডাইভ দিয়ে চার বাঁচাতে গিয়ে চোট পান তিনি। ম্যাচটি ৫ রানে জিতে ৪-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যায় টাইগাররা।
বিসিবি প্রধান চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, তাসকিনের এখনও ব্যথা আছে। তাসকিন পর্যবেক্ষণে আছেন, তার দেখাশোনা করছি আমরা। এদিকে সিরিজ ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তাসকিন।
বিডি২৪অনলাইন/এস/এমকে