ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‌‘ময়ূরাক্ষী’

নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২৪

এবার ঈদুল আযহায়  পেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছেময়ূরাক্ষীসিনেমা।  গোলাম রাব্বানী গল্প চিত্রনাট্যে এ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন ববি-দীপ জুটি।

ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার সময় বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্মাতা রাশিদ পলাশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিনেমাটির পোস্টার প্রকাশ করে তিনি বলেন, ঈদে সবাই একটা ফেস্টিভ মুডে থাকে। তাই সময়টা বেছে নিয়েছি। মানুষ তাদের সিনেমাটা দেখুক বলেও আশা প্রকাশ করেন এ নির্মাতা।

জানা গেছে, প্রেম আর প্রতারণার সত্য ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটির গল্প সাজানো হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হকসহ আরও অনেকে।

জাহিদ নিরবের সংগীত পরিচালনায় সিনেমারটিতে গান গেয়েছেন মুহিন খান, কোনাল, পুর্ণতা, তরসা। জাহিদ নিরব নিজেও কণ্ঠ দিয়েছেন। আজ ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর