পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষ মিলে অন্ততঃ ১০জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৩ মে) রাতে দেবোত্তর ইউনিয়নের মতিগাছা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মতিগাছা এলাকার এলেম উদ্দিনের দুই ছেলে আফাই মোল্লা ও সইমুদ্দিন মোল্লা, সিরাজুল প্রামানিকের ছেলে আবুল কাসেম এবং আবুল কাসেমের ছেলে মাহাতাব প্রামাণিক। অপর আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
হামলায় জড়ানো ব্যক্তিরা চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম এবং ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামালের সমর্থক। তানভীর ইসলাম বিগত উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচতি চেয়ারম্যান।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে তানভীর ইসলামের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে ফেরার পথে তানভীর ইসলামের সমর্থকদের সঙ্গে কামালের সমর্থকদের হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম বলেন, ‘আমরা ঘটনা শুনেছি। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে। আমরা লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।’
বিডি২৪অনলাইন/ এএইচ/সি/এমকে