দেশের সাত জেলা টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙ্গামাটি ও ফেনীর বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এ পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকবে।
সোমবার (১৩ মে) সন্ধ্যা পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বলেছে বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া বইতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় বিস্তার লাভ করতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে রাজশাহী বিভাগের ঈশ্বরদীতে। সেখানে ৩৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায়, ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বিডি২৪অনলাইন/এন/এমকে