মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপর দল ঘোষণা করছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক
১৪ মে ২০২৪

জুন থেকে থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪। এ টুর্নামেন্টের জন্য  মঙ্গলবার (১৪ মে) দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে বসবে এ আসর। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে টাইগাররা।

আইসিসির নিয়ম অনুযায়ী ইতোমধ্যে বিশ্বকাপের একটি প্রাথমিক দল জমা দিয়েছে বিসিবি। তবে চূড়ান্ত দল নিশ্চিত না হওয়া সেটা এখনো প্রকাশ হয়নি।

এদিকে পেসার তাসকিন আহমেদকে নিয়ে শঙ্কা পড়েছে বিসিব। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন তিনি। এখন পর্যবেক্ষণে রয়েছেন। তাকে দলে রাখা হচ্ছে কিনা, সে প্রশ্ন সামনে এসেছে। যদিও ধারণা করা হচ্ছে, তাসকিন আহমেদকে নিয়েই বিশ্বকাপের দল দিবে বাংলাদেশ।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে

 


মন্তব্য
জেলার খবর