নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হওয়ার পর নিজের গলার মালা খুলে রিকশাচালকদের গলায় পড়িয়ে দিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি। নারী চেয়ারম্যানের এমন কান্ডে ঘটনার সময় আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন রিকশাচালকেরা।
সোমবার (১৩ মে) রাতে ডোমারের মির্জাগঞ্জ বাজারে নব নির্বাচিত চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। জোড়াবাড়ি ইউনিয়নবাসীর উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি বলেন, নির্বাচনে আমি বিজয়ী হওয়ার পেছনে অনেক বড় অবদান রেখেছেন আমার রিকশাচালক ভাইয়েরা। নিজের নির্বাচন মনে করে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার হয়ে অনেকের কাছে ভোট চেয়েছেন।
গত ৮ মে ৬ ডোমার উপজেলা পরিষদ নির্বাচন হয়।এ উপজেলায় প্রথমবারের মতো নারী চেয়ারম্যান হিসেবে সুমি নির্বাচতি হয়েছেন। রাজনৈতিক ক্যারিয়ারে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন তিনি।
বিডি২৪অনলাইন/রাশেদুল ইসলাম/সি/এমকে