মন্তব্য
যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে শুক্রবারও মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জুলাই মাস থেকে শুক্রবারেও মেট্রোরেল চালানো হতে পারে। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সংশ্লিষ্ট সূত্র এমন আভাস দিয়েছে।
মেট্রোরেল বর্তমানে সপ্তাহে শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন নিয়মিত চলাচল করছে। জানা গেছে, জুন মাসের মধ্যে পিক আওয়ারের হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী অপেক্ষমাণ সময়) ৮ মিনিট থেকে কমিয়ে ৫ মিনিট করা হতে পারে। তবে ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেনি। বলেছেন, এ রকম সিদ্ধান্ত হলে এমডি সংবাদ সম্মেলন করে বিষয়টি জানাবেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে