কেট ফদারিংহাম তার হবু স্বামীকে কথা দিয়েছিলেন, বিয়ের অনুষ্ঠানে পৌঁছাতে মোটেও দেরি করবেন না। কিন্তু বিয়ের দিন প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দেয় অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলীয় এলাকাগুলোতে। শনিবার সকালবেলা কেট ঘুম থেকে উঠে দেখেন বন্যার পানি শুধু তাদের বাড়িতেই ঢোকেনি, তলিয়ে দিয়েছে উইংহাম শহরের কাছাকাছি আরও অনেক এলাকা।
পেশায় সাংবাদিক কেট অমন দুরবস্থার মধ্যেই সাহায্য নেন টুইটারের। নিজের অ্যাকাউন্ট থেকে তিনি পোস্ট করেন, ‘আজ আমার বিয়ের দিন আর আমরা বন্যার্ত। প্লাবিত এলাকা পাড়ি দিয়ে উইংহাম পৌঁছাতে আমাদের সাহায্য দরকার। সাহায্য করতে ইচ্ছুক এমন কারও কথা জানেন?’
তার দুরবস্থার খবর শুনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল। কেটকে বিয়ের অনুষ্ঠানে পৌঁছে দিতে হেলিকপ্টার পাঠায় তারা। সেই হেলিকপ্টারে চড়ে নিরাপদেই প্লাবিত এলাকার ওপর দিয়ে বিয়ের অনুষ্ঠানস্থলে পৌঁছান কেট।
এনডিটিভি