বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র- দুই দেশের সম্পর্ককে জোরদার করতে আমরা একটি উপায় বের করতে চাচ্ছি বলে জানিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বলেছেন, আমাদের অনেকগুলো অস্বস্তিকর বিষয় আছে। সম্পর্কের অস্বস্তিকর বিষয়গুলো নিয়ে কীভাবে কাজ করা যায়, সেটা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে আলোচনা হয়েছে।
বুধবার (১৫ মে) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বিষয়টি জানান ডোনাল্ড লু। অস্বস্তিকর বিষয় বলতে গিয়ে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, শ্রম আইন সংশোধন, মানবাধিকার ও ব্যবসায়িক পরিবেশ সংস্কারের কথা উল্লেখ করেন তিনি।
ডোনাল্ড লু বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন নতুন একটি অধ্যায় প্রত্যাশা করছি আমরা। আমরা নতুন বিনিয়োগ নিয়ে কথা বলেছি। পরিবেশবান্ধব জ্বালানি নিয়েও কথা বলেছি। দুর্নীতির বিরুদ্ধে কীভাবে একসঙ্গে লড়াই করতে পারি, সে বিষয়েও আলাপ হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ মে) শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
বিডি