পঞ্চগড়ে ঘরবাড়ি নিয়ে বেকায়দায় ভ্যান চালকের পরিবার

পঞ্চগড় প্রতিনিধি
১৫ মে ২০২৪

৩০ বছর ধরে চার শতক জমিতে বসবাস করছেন ভ্যানচালক ইয়াসিন আলী। কিন্তু সেই জায়গা ওয়ারিশরা বিক্রি করে দেওয়ায় এখন ঘরবাড়ি নিয়ে বেকায়দায় পড়েছেন তিনি। আর জায়গাটির ক্রেতার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন তিনি। পরিবারসহ কোথায় যাবেন, কে দিবে ঘর বাধার জমি, সে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের সদর উপজেলার খোলাপাড়া এলাকায়।

জানা গেছে, ৩০ বছর আগে ইয়াসিন আলীকে বসতের জন্য জায়গা দেন খোলাপাড়া এলাকার মৃত ওহাব আলী। কিন্তু তার মৃত্যুর পর সম্প্রতি ওয়ারিশরা  সেই জায়গা মকছেদুল নামের এক প্রভাষকের কাছে বিক্রি করে দেন। ভুক্তভোগীদের ভাষ্য, জমি কেনার পর সেই প্রভাষক তার জায়গা দখল নিতে নানাভাবে তাদের ওপর অত্যাচার শুরু করেছেন। বাড়ির আঙিনায় ইট,বালু,ইটের খোয়া ফেলে চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। এমনকি রমজান মাসে মেশিন দিয়ে ইটের খোয়া ভাঙেন। কখনও ঘরের দরজা ভেঙে নিয়ে যায়, আবার কখনও ঘরের বেড়া চাল খুলে দেয়।  এ নিয়ে কিছু বললেই মারপিট, হত্যা, মামলার হুমকি দেন তিনি।

অভিযুক্ত ফুটকীবাড়ি স্কুল এন্ড কলেজের বাংলা প্রভাষক মকছেদুল ইসলাম বলেন, আমি জমি ক্রয় করেছি বাড়ি করার জন্য। আরেকজনকে বসবাস করার জন্য না। এজন্য বালু ইটের খোয়া রাখা হয়েছে।

ধাক্কামারা ইউনিয়নের ইউপি সদস্য মহসীন আলী বাবু বলেন,পরিষদ থেকে ওই প্রভাষককে নোটিশ করা হয়েছে বারবার। কিন্তু কোন সাড়া দেয়নি। এখন বলছে কোর্টে উচ্ছেদ মামলা করবো। অথচ বাড়ি সরানোর জন্য যাবতীয় খরচ দেওয়ার কথা ছিল তার।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর