কয়েক দিনের ‘গ্যাপ’ দিয়ে দেশে আবার তাপপ্রবাহ শুরু হয়েছে। ইতোমধ্যে দেশের ১৮টি জেলা মাঝারি থেকে মৃদু ধরনের তাপপ্রবাহে আক্রান্ত হয়েছে। কাল-পরশু নাগাদ আরও কিছু জেলায় এ তাপপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে।
এদিকে সিলেট বিভাগের দু-একটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
বুধবার (১৫ মে) সন্ধ্যা ৬টা পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদফতর বলছে, পাবনা, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও রাঙামাটি জেলায় মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং বান্দরবান জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি বিস্তার লাভ করতে পারে। তাছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে তাপমাত্রা দিন ও রাতে সামান্য বৃদ্ধি পেতে পারে।
বিডি২৪অনলাইন/এন/এমকে