বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো টাইগাররা

নিজস্ব প্রতিবেদক
১৬ মে ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বৃহস্পতিবার (১৬ মে) রাত পৌনে দুইটায় দেশে ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন তারা। এ টুর্নামেন্টের আসর বসবে এবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে।

জানা গেছে, বেশ কয়েকজন ক্রিকেটার ব্যক্তিগত গাড়িতে ও বাকিরা বিসিবির গাড়িতে স্টেডিয়াম থেকে বিমানবন্দরে পৌঁছান। আর অফ স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান বাসে আসেন। তার সঙ্গে ছিলেন তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ।

আগামী জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এ আসরেডিগ্রুপে রয়েছে টাইগাররা। এ গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে টাইগারদের। বাংলাদেশের প্রথম ম্যাচটি হবে   জুন। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকা, গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস নেপালের বিপক্ষে খেলবে হাথুরুসিংহের শিষ্যরা।

বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব। রিজার্ভ: আফিফ হোসেন, হাসান মাহমুদ।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর