পাবনার চাটমোহরে শান্তা খাতুন নামে দশম শ্রেণীর এক ছাত্রীর লাশ তার বাবার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরের দিকে লাশটি উদ্ধার করা হয়।
এক বছর আগে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর সম্প্রতি বাবার বাড়িতেই থাকতো সে।
শান্তা খাতুন বনমালী নগর গ্রামের সাজেদুর রহমানের মেয়ে, বরদানগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। পাশ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার ঝবঝবিয়া গ্রামের বাসিন্দা রাকিবুর ইসলাম তার স্বামী।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ১০ টার দিকে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে কথা হয়েছিল শান্তার। এরপর সাড়ে ১০ টার দিকে তার মা ঘরে ঢুকে দেখেন- শান্তা ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। এটা দেখে চিৎকারে দিলে পড়শিরা তাদের বাড়িতে জড়ো হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে