এবার ঈদুল আজহায় সারা দেশে চাহিদার চেয়ে ২২ লাখ ৭৭ হাজার ৯৭৩টি অতিরিক্ত গবাদি পশু প্ৰস্তুত রয়েছে। তাছাড়া গত বছরের তুলনায় এবার চার লাখ ৪৪ হাজার ৩৪টি বেশি পশু প্রস্তুত আছে। এবার কোরবানিযোগ্য পশু প্রস্তুত আছে এক কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি। আর ঈদ ঘিরে সারা দেশে গবাদি পশুর হাট বসবে তিন হাজার জায়গায়।
বৃহস্পতিবার (১৬ মে) প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।
সভায় প্রাণিসম্পদ মন্ত্রী জানান, এ বছর কোরবানিযোগ্য গবাদি পশুর সর্বোচ্চ সম্ভাব্য চাহিদা এক কোটি ৭ লাখ ২ হাজার ৩৯৪টি। কোরবানির পশু প্রয়োজনের তুলনায় বেশি থাকায় আমদানির কোনো প্রয়োজন নেই।
তিনি জানান, কোনো খামারি নিজ বাড়ি থেকে পশু বিক্রি করলে তাকে হাসিল দিতে হবে না। তাছাড়া কোনো খামারি তার পশু দূরবর্তী হাটে নিতে চাইলে রাস্তাঘাটে জোর করে নামাতে বাধ্য করা যাবে না। হাটে আনার পথে কেউ পশু বিক্রি করলে তার কাছ থেকে ইজারা গ্রাহক জোর করে চাঁদা বা হাসিল নেওয়া যাবে না। গত বছরের মতো এ বছরও অনলাইন প্ল্যাটফর্মে কোরবানির পশু বিক্রির ব্যবস্থা চালু থাকবে বলে জানান তিনি।
বিডি২৪অনলাইন/ই/এমকে