ভারতীয় জাতীয় ফুটবল দল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন অধিনায়ক সুনীল ছেত্রী। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।
দেশটির কিংবদন্তি এ ফুটবলার জানান, ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে কুয়েতের বিপক্ষে শেষবার ভারতীয় জার্সি গায়ে খেলতে নামবেন তিনি।
৬ জুন সল্ট লেক স্টেডিয়ামে ম্যাচটি হবে। সুনীল ছেত্রী বলেন- যখন ঠিক করলাম এটাই আমার শেষ ম্যাচ হতে চলেছে, তখন পরিবারকে জানাই। বাবা স্বাভাবিক ছিলেন। স্ত্রীকে বললাম, দেশের জার্সিতে শেষবারের মতো খেলতে চলেছি। তখন ওর চোখে কেন জল, বুঝতে পারছি না!
নিজে স্বপ্নের ঘোরে ছিলেন উল্লেখ করে সুনীল ছেত্রী বলেন, দেশের হয়ে খেলার চেয়ে বড় কিছুই হতে পারে না। তাই শিশুটি অবিরত লড়াই করে গেছে। কিন্তু আমার মধ্যে পরিণত সত্তা বুঝতে পেরেছিল, এটা মোটেও সহজ নয়। প্রতিদিন জাতীয় দলের জার্সিতে অনুশীলন উপভোগ করি। আর চাপ অনুভব করি না। কুয়েতের বিরুদ্ধে পরবর্তী রাউন্ডে পৌঁছনোর জন্য তিন পয়েন্ট জরুরি আমাদের। তবে অদ্ভুতভাবে কোনও চাপ অনুভব করছি না।
বিডি২৪অনলাইন/এস/এমকে