সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে ‘মুনাফিক’

নিজস্ব প্রতিবেদক
১৭ মে ২০২৪

আগামী সেপ্টেম্বরে দেশের প্রেক্ষাগ্রহে মুক্তি পাচ্ছে নির্মাতা ইভান মল্লিকের প্রথম সিনেমা মুনাফিক। ইতোমধ্যে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে এ সিনেমা।

রোমান্টিক থ্রিলারধর্মী সিনেমায় নায়ক ও নায়িকা হিসেবে অভিনয় করেছেন আফফান মিতুল এবং শীতল।

অভিনেতা আফফান মিতুল গণমাধ্যমকে জানিয়েছেন, পর্যন্ত আমার অভিনীত ৭টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কিন্তমুনাফিকসিনেমার মাধ্যমে প্রথমবার রোমান্টিক নায়ক হিসেবে অভিষেক হবে আমার।  এতদিন দর্শক আমাকে ভিন্ন ধারার সিনেমায় দেখলেও এবার দেখবেন পুরোদস্তুর এফডিসির বাণিজ্যিক সিনেমায়।

মুনাফিক সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে চিত্রনায়িকা কেয়া, চিত্রনায়ক সাইফ খান, সমামুন খান, জারা, কাজী হায়াত, আইরিন অধিকারী, জ্যাকি আলমগীর, রেজা হাসমত, আনোয়ার সিরাজী, উত্তম অধিকারী, সীমান্ত, রেবেকা রউফ, আশরাফ কবিরসহ অনেককেই।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর