পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জোরালো প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন তারা। তাছাড়া পোস্টারে ছেয়ে গেছে গোটা উপজেলা। দুপুরের পর থেকে রাত আটটা অবধি চলছে মাইকিং। এদিকে তাদের প্রচারের মাইকিংয়ের শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ।
গত ১৩ মে প্রতীক বরাদ্দের পর বিকাল থেকেই এ প্রচার শুরু হয়েছে। এবার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মিলে ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চাঁদভা ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম কামাল লড়ছেন। ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন। এরা হলেন- আজিজুল গাফফার, মহিদুল ইসলাম, ইকবাল হোসেন, ইউসুফ আলী (বিএনপি ) ও শামীম সরকার । মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জনের মধ্যে রয়েছেন- নিলা খাতুন, সামেলা বেগম, রাশিদা, রুনা, বিউটি, আসমা খাতুন, পামেলা খাতুন ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন।
ভাইস চেয়ারম্যান পদে ম. ইউসুফ আলী ছাড়া বাকি সব প্রার্থী আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আটঘরিয়ায় নির্বাচনি মাঠ এখন পর্যন্ত শান্ত রয়েছে।
বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে