অস্ট্রেলিয়ার পর আমেরিকায় ‘দেয়ালের দেশ’

নিজস্ব প্রতিবেদক
১৮ মে ২০২৪

শবনম বুবলী শরিফুল রাজ অভিনীত দেয়ালের দেশসিনেমা দেশের গণ্ডি পেরিয়ে অস্ট্রেলিয়ার পর এবার আমেরিকায় দেখা যাচ্ছে।  ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন বুবলী।

বুবলী ফেসবুকে লেখেন, ‘খুশির খবর, ‘দেয়ালের দেশএখন সীমানা ছাড়িয়ে আমেরিকায়। আগামীতে কানাডা ইউরোপের বিভিন্ন দেশেও মুক্তি পাবে।’

তিনি আরও উল্লেখ করেন, অর্গানিক ভালোবাসার ওজন জমতে থাকুক বুক পকেটে। ১৭ মে থেকে আমেরিকার বিভিন্ন শহরে খুশবু ছড়াবে খামখেয়ালি এক প্রেমিকের ভালোবাসার নৈবেদ্য।

দেয়ালের দেশ মুক্তি পেয়েছে গেল রোজার ঈদে। মিশুক মনিরের এ ছবি দর্শক-সমালোচকদের নজর কেড়েছে ইতোমধ্যেই। বৈশাখ নহর নাম চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও বুবলী। ব্যতিক্রম প্রেম রসায়নের গল্পে নির্মিত এ সিনেমায় এতিমখানায় মানুষ হয় বৈশাখ। তিনি চালচুলোহীন খামখেয়ালি। বিপরীতে বাসে বাসে লিফলেট বিলি করে বুবলী। বৈশাখের ভালোলাগা থেকে  তাদের মধ্যে প্রেম হয়। কিন্তু স্বভাব বদলায় না বৈশাখের, জুয়া, নেশায় ডুবে থাকে। এভাবে গল্পে এগোতে থাকে এ সিনেমায়।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর