আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নতুন কোচ নিযুক্ত করবে ভারত। কোচ হিসেবে গৌতম গম্ভীরকে পেতে তার সঙ্গে আলোচনা শুরু করেছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চূড়ান্ত আলোচনা হবে আইপিএলের ফাইনাল শেষে। এমন খবর দিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
চলমান আইপিএলে গৌতম গম্ভীরকে দলের পরামর্শক করেছে কলকাতা নাইট রাইডার্স। এরপরই বদলে যায় দলটি। ৪২ বছর বয়সী গম্ভীর দায়িত্ব নেওয়ার পর ১৩ ম্যাচের মধ্যে ৯ ম্যাচেই জিতেছে কলকাতা, আরেকটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। এখনও তাদের একটি ম্যাচ বাকি। এর আগে দুবার শিরোপা জিতলেও কোনো আসরেই দলটি এবারের মতো সাফল্য পায়নি।
ধারণা করা হচ্ছে সেই সাফল্য দেখেই তাকে কোচ বানাতে উঠেপড়ে লেগেছে ভারত। তাকে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত করতে চাইছে তারা। নতুন মেয়াদে রাহুল দ্রাবিড় আর দলটির দায়িত্ব নিতে চান না, এ কথা ইতোমধ্যে নিজেই জানিয়ে দিয়েছেন দ্রাবিড়।
টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার জন্য প্রয়োজনীয় সব যোগ্যতাই গম্ভীরের রয়েছে। ভারতের এ বাঁ-হাতি ওপেনার ৫৮টি টেস্ট, ১৪৭টি ওয়ানডে ও ৩৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ৯টি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরিসহ ৪১৫৪ রান, ওয়ানডেতে ১১ সেঞ্চুরি ও ৩৪ হাফ সেঞ্চুরিসহ ৫২৩৮ রান এবং টি-টোয়েন্টিতে ৭টি হাফ সেঞ্চুরিতে ৯৩২ রান করেছেন।
এদিকে ভারতের নতুন কোচের তালিকায় চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং এবং লখনৌ কোচ জাস্টিন ল্যাঙ্গারের নাম শোনা গেছে ।
বিডি২৪অনলাইন/এস/এমকে