মৌসুমের উপযুক্ত সময়ের আগেই বাজার ভরে গেছে অপরিপক্ব লিচুতে। ভোক্তার পকেট কাটা দরে বিক্রি হওয়া এসব লিচু খেতে টক লাগছে। অতি মুনাফার আশায় এমন লিচু বাজারে আনা হয়েছে।
লালচে গোলাপি ও কিছুটা সবুজ রঙের লিচু পরিপক্ব হয়ে বাজারে আসতে ৭ থেকে ১০ দিনের মতো সময় লাগবে বলে জানিয়েছে লিচু চাষীরা। বাজারজুড়ে এখন বেশি বিক্রি হচ্ছে বারোয়ারি জাতের লিচু। তবে ১০ দিনের মধ্যে আগাম জাতের মাদ্রাজি ও বোম্বাই লিচু ও এরপরেই আসবে চায়না থ্রি ও বেদেনা জাতের লিচু।
বাজারে বর্তমানে বারোয়ারি জাতের একশ লিচু ৩৫০ থেকে ৩৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর বোম্বাই নামে বিক্রি করা লিচুবিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা দরে। দাম যাই হোক আগাম ফল হিসেবে ক্রেতারাও এ লিচু কিনছেন।
এদিকে খেতে মিস্টি লাগার কথা বলে বিক্রি হওয়া এসব লিচু কিনে বেশিরভাগ ক্রেতাই ঠকছেন। তারা বলছেন, এখনকার লিচু টক। দেখতেও পরিপূর্ণ গোলাপী লাল নয়, সবুজ সবুজ ভাব রয়ে গেছে। লিচু বিক্রেতারা বলছেন, আগাম বাজারে আসা লিচু খেতে কিছুটা টক, তবে খেতে খারাপ না।