দ্বিতীয় ধাপের ভোট প্রথম ধাপের চেয়েও সুষ্ঠু হবে

নিজস্ব প্রতিবেদক
১৯ মে ২০২৪

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট প্রথম ধাপের চেয়েও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। সেই সঙ্গে নির্বাচনের ভোটার উপস্থিতির কারণ জানিয়েছেন তিনি। বলেছেন, ভোটে সব দলের অংশগ্রহণ না থাকা এবং ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে যাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম।

রোববার (১৯ মে) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কথা বলেন। নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, বিএনপির ভোট বর্জনের লিফলেট বিতরণ তাদের গণতান্ত্রিক অধিকার। তবে কোনো ভোটারকে সহিংসতার মাধ্যমে ভোট প্রদানে বাধা দিতে পারবে না।

 

ধান কাটা ভোট কম পড়ার প্রধান কারণ কি না, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, বিষয়টা এমন নয়। সেদিন তাৎক্ষণিক কারণ- সকালে  বৃষ্টি হয়েছিল। অন্যান্য কারণের মধ্যে ধান কাটা ছিল, বড় দল অংশ নেয়নি। তাছাড়া ভোট কম পড়ার পেছনে একটি বড় ফ্যাক্টর বিএনপি, স্থানীয় নির্বাচনে ভোটাররা চাকরিস্থল থেকেও যেতে চায় না।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর