বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার স্বাধীনতার
সুবর্ণজয়ন্তীটা পালন করছে জনগণকে বাদ দিয়ে। এই সুবর্ণজয়ন্তীর যে অনুষ্ঠানগুলো তারা করছে,
এখানে মুক্তিযোদ্ধাদের কোনও অবস্থান নেই, রাজনৈতিক দলগুলোরও কোনও অবস্থান নেই।
শুধু বিদেশি মেহমানদের নিয়ে এসে দেখানো হচ্ছে, বলানো হচ্ছে-উন্নয়নের লহরী বয়ে যাচ্ছে।
মঙ্গলবার (২৩ মার্চ) রাজধানীর হলি ফ্যামেলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে দেখার পর
সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। তিনি বলেন, আমরা সবসময় বলে এসেছি- আমাদের
দেশে বিদেশি বন্ধুদের স্বাগত জানাই এবং সুবর্ণজয়ন্তীতে অবশ্যই আমরা তাদের স্বাগত জানাবো।
বিএনপি মহাসচিব জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপির বছরব্যাপী কর্মসূচি
গ্রহণ করেছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে গত ১৭ তারিখ থেকে এই সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ পালন করার
কারণ দেখিয়ে এবং বিদেশি মেহমানরা আসবেন, সেই কারণ দেখিয়ে আমাদের কর্মসূচিগুলো বন্ধ
করে দেওয়া হয়েছে। মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। এই সময় বিএনপির ঢাকা
মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য
শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
এমকে