জনপ্রিয় নির্মাতা সোহেল আরমান তার তৃতীয় চলচ্চিত্র ‘সংবাদ’নির্মাণ করছেন। সিনেমাটিতে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, আইশা খান ও সোহেল মন্ডল। আগামী ১ জুন থেকে এ সিনেমার শুটিং শুরু হবে।
১৮৭২ সালের জমিদার বাড়ির একটি হারানো গল্পের ভিত্তিতে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। ভয়েস টুডের ব্যানারে সিনেমাটির গল্প লেখার পাশাপাশি প্রযোজনা করছেন এন এ খোকন। চিত্রনাট্য করেছেন সোহেল আরমান নিজেই।
সিনেমাটিতে আরও অভিনয় করছেন কাজী খুরশীদুজ্জামান উৎপল, সালাউদ্দিন লাভলু, সাজ্জাদ হোসেন দোদুল, তাহমিনা সুলতানা মৌ, আজম খান প্রমুখ।
১৩ জুন পর্যন্ত একটানা প্রথম লটের শুটিং চলবে । মাঝে কিছুটা বিরতি দিয়ে ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত একটানা চিত্র ধারণের মধ্যে দিয়ে শেষ হবে সিনেমার শুটিং। আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এমনটাই জানা গেছে।
বিডি২৪অনলাইন/ই/এমকে