মন্তব্য
দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ৫ জুন (বুধবার) শুরু হবে। এ অধিবেশনে আগামী অর্থবছরের বাজেট উত্থাপন ও পাস হবে।
সোমবার (২০ মে) সংসদ সচিবালয়েরএক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রথম দিন বিকাল ৫টায় অধিবেশন বসবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশনে ভাষণ দেবেন। তাঁর ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।
অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী । এরপর শোকপ্রস্তাব উত্থাপন করা হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে