থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযান নীতিমালা চূড়ান্ত ও কার্যকর করে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের দ্রুত নিবন্ধন, লাইসেন্স প্রদান ও রুট পারমিটসহ ৭ দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ইজিবাইক সংগ্রাম পরিষদ।
জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার (২০মে) এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আগামী ২৭ মে সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
রাজধানীতে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের ঘোষণার তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয় সমাবেশ থেকে।
সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন ঢাকা মহানগরের প্রধান সড়কে নয়, অলিগলিতে চলে। কারণ সেখানে কোনও গণপরিবহন নেই। মহানগরের প্রায় ৬০ ভাগ মানুষ এ ধরনের যানবাহনে চলাচল করে। ৬ ভাগ যাত্রী নিয়ে ঢাকা মহানগরের প্রায় ৮০ ভাগ রাস্তায় যানজট সৃষ্টি করে প্রাইভেট গাড়ি। তারপরেও কেন এ বাহনের ওপর নিষেধাজ্ঞা? প্রশ্ন রাখেন তারা।
তারা বলেন, চালক, মালিক থেকে শুরু করে এ বাহনের সাথে সারা দেশে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত। ঢাকা মহানগরেই এ সংখ্যা আনুমানিক ৫ লাখের বেশি। বিকল্প ব্যবস্থা না করে রাস্তা থেকে এ গণপরিবহন বন্ধ করা হলে এ বাহনেরমাধ্যমে জীবিকা নির্বাহকারী লাখ লাখ মানুষের ও তাদের পরিবারের দায়দায়িত্ব কে নেবে?
বিডি২৪অনলাইন/আর/এমকে