২০ মে থেকে ২৩ জুলাই- মোট ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় কোনো ধরনের মাছ ধরা যাবে না। মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধি, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
এ সময়ে সাগরে মাছ ধরা থেকে বিরত থাকা মৎস্যজীবীদের আপদকালীন বিকল্প আয় বা খাদ্য সহায়তা হিসেবে দুই কিস্তিতে ৮৬ কেজি হারে ৩ লাখ ১১ হাজার ৬২ জেলে পরিবারকে ভিজিএফ বরাদ্দ দেওয়া হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে- এ সময় সমুদ্রযাত্রার প্রবেশপথগুলোতে মনিটরিং জোরদার করা হবে। মৎস্য নৌযানের সমুদ্রযাত্রা বন্ধ ও নৌযান নোঙ্গরস্থলে আবদ্ধ রাখা হবে। সামুদ্রিক মৎস্য পরিবহন বন্ধে সমুদ্র তীরবর্তী বরফকল সীমিত পর্যায়ে চালু রাখা হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে