একটি বিধিমালা করে দেশে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক নিয়ন্ত্রণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২০ মে) মন্ত্রিসভা বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠকে শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভা শেষে বিকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন- অটোরিকশা চালকদের জীবন-জীবিকার বিষয়টি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। একই সঙ্গে তাদের জীবিকার বিষয়টিও খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। একটি বিধিমালার মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী বলেছেন- তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। গাড়ি চলাচলে নির্দিষ্ট এলাকা ভাগ করে দিতে হবে। নির্ধারিত এলাকার বাইরে তারা গাড়ি চালাতে পারবে না। মহাসড়ক,বিজি হাব কিংবা সড়কে তারা অটোরিকশা চালাতে পারবেন না, যেতে পারবেন না। কোন কোন সড়কে চালাতে পারবেন, কী গতিতে চালাতে পারবেন, সেটাও বলে দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিডি২৪অনলাইন/এন/এমকে